Home » » পার্বতীপুরে আন্তঃ উপজেলা দলিত ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ফুটবল টুর্ণামেন্ট উদ্বাধন

পার্বতীপুরে আন্তঃ উপজেলা দলিত ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ফুটবল টুর্ণামেন্ট উদ্বাধন

চিলাহাটি ওয়েব ডটকম : 03 October, 2018 | 7:24:00 PM

ক্রীড়া প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : পার্বতীপুর বেসরকারী উন্নয় সংস্থা গ্রাম বিকাশ কেন্দ্র (জিবিকে) এর আয়োজনেপল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ঢাকা, এর সহযোগীতায় সাংস্কৃতিক ক্রীড়া কর্মসূচির আওতায় আন্তঃ উপজেলা দলিত ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ফুটবল টুর্ণামেন্ট/১৮ গত সোমবার বিকেলে সাড়ে ৪টায় হাবড়া ইউপির এরশাদনগর সংলগ্ন মাঠে টুর্ণামেন্ট উদ্বোধন করেন সংস্থাটির ডেপুটি হেড অব অপারেশন (মাইক্রোফাইনান্স) আমিনুল ইসলাম। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ টুর্ণামেন্টে ৮টি দল অংশগ্রহন করে। উদ্বোধনী খেলায় অংশগ্রহন করেন পার্বতীপুর উপজেলার লক্ষী হোসেনপুর আদিবাসী বনাম রামরায়পুর আদিবাসী। খেলায় ১-০ গোলে রামরায়পুর আদিবাসীকে পরাজিত করে লক্ষী হোসেনপুর আদিবাসী। খেলা পরিচালনা করেন বিরামপুর থেকে আগত শ্রী ভোলানাথ সরকার,সহকারী হিসেবে ছিলেন মুক্তি মাহমুদ ও মাসুদুর রহমান।