Home » » বোদায় সৃজনে উন্নয়নে বাংলাদেশ দিবস উদযাপিত

বোদায় সৃজনে উন্নয়নে বাংলাদেশ দিবস উদযাপিত

চিলাহাটি ওয়েব ডটকম : 30 October, 2018 | 11:34:00 PM

আমির খসরু লাবলু,পঞ্চগড় ব্যুরো,চিলাহাটি ওয়েব : সারা দেশের মত পঞ্চগড়ের বোদায় র‌্যালী,আলোচনা সভা, উন্নয়ন মেলা, ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে উৎসব মুখোর পরিবেশে সংস্কৃতি মন্ত্রনালয়ের সহায়তায় উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল মঙ্গলবার সৃজনে উন্নয়নে বাংলাদেশ দিবস উদযাপিত হয়। প্রধান মন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে সারা দেশে এক যোগে দিবসের সুচনা করেন। প্রধান মন্ত্রী উদ্বোধন করার পর, বোদায় উপজেলা নির্বাহী অফিসার স্থানিয় ভাবে বেলুন উড়িয়ে দিবসটির সুচনা করেন। এর পর উপজেলা চত্বরে একটি বিশাল বণাঢ়্য র‌্যালী বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার গুরুত্বপুর্ন সড়ক প্রদক্ষিন করে। র‌্যালী শেষে উপজেলা পরিষদ বটমুল চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থানিয় শিল্পিদের পরিবেশনায় মনোজ্ঞ অনুষ্ঠিত সংগীতানুষ্ঠান চলে গভীর রাত পর্যন্ত। দিন ব্যাপী অনুষ্ঠিত হয় উন্নয়ন মেলা। বিভিন্ন সরকারি দপ্তর মেলায় অংশ নিয়ে স্টলের মাধ্যমে নিজ নিজ দপ্তর বিভাগের উন্নয়ন তুলে ধরে।