Home » » স্বর্গেও কি

স্বর্গেও কি

চিলাহাটি ওয়েব ডটকম : 30 October, 2018 | 1:31:00 PM॥ নীতুল ইয়াছমিন ॥ 
 স্বর্গে কি মুঠো মুঠো সুখ পাওয়া যায়?
 সেখানে কি দোয়েল পাখি সিস দেয়?
ধান ক্ষেতের সোনালি দোল দেখা যায়?
 নাকি শুধু আলো ঝলমল করে!
স্বর্গে কি অর্ক হাসে দুপুর বেলায়?
সেখানে কি রোজ ভোরে বকুল ঝরে?
সেখানে কি কানামাছি খেলা যায়?
নদীর বুকে পাল তুলে ঘুরতে পারবো আমরা দুজন?
বলনা স্বর্গ দেখতে কেমন?
স্বর্গে কি ঝর্ণা ঝরে সব সময়?
হাজার রঙের ফুল ফুটবে-
তোর আমার চলার পথে?
সেখানে মনের মত বাঁশির সুর শুনতে পাবো-
নাকি বেহালার করুণ সুর শুনা যায়?
স্বর্গে কি মায়ের কোলে শিশু দোল খায়?
সেখানে কি না চাইতে সব কিছু পাওয়া যায়?
স্বর্গে মাটি,বালি,জল,কাদা আছে?
জলের মাঝে কি পদ্ম ভাসে?
 সেখানে কি ঘুমপাড়ানি মাসি-পিসি গান গায়?
 সেখানে কি বট বৃক্ষের ছায়া পাওয়া যায়?
স্বর্গে কি পৃথিবীর মত সূর্য ওঠে সূর্য ডোবে-
চাঁদনী রাতে চাঁদের আলো ঝরে?
শীতের দিনের মত ঘাসের উপর শিশির ঝরে?
বলনা স্বর্গ দেখতে কেমন?
 সেখানে কি তোর বুকের জমিন আছে?
সেথায় কি তোকে পাবো?
 সেখানে কি সাগরের ঊর্মি নাচে?
স্বর্গে কি কাজল কালো ভ্রমর আছে?
 সেখানে কি ভালোবাসার নীড় আছে?
কাশ ফুলের বাগান,মৌ বনের মধু আছে?
সেখানে কি জোনাকিরা আলো ছড়ায়?
সেখানে কি প্রিয় মানুষের মায়া আছে?
 সেখানে কি দিনরাতের মিলন হয়?
 স্বর্গেও কি মানুষ স্বপ্ন দেখে?