আফজাল হোসেন ফুলবাড়ী প্রতিনিধি,চিলাহাটি ওয়েব :
দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বিজিবি বড়গ্রাম সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারত থেকে চোরা পথে আসা ৩১৬ বোতল ফেন্সিডিল সহ তিন প্যাকেট হরলিক্স আটক করেন।
গত ৩০ শে সেপ্টেম্বর ফুলবাড়ী ২৯ বিজিবির আওতায় বড়গ্রাম বিওপির হাবিলদার মোঃ বিল্লাল হোসেন সন্ধা সাড়ে ৭ টায় গোপন সূত্রে সংবাদ পেয়ে বিওপির এলাকার আটোর নামক স্থানে উৎ পেতে থাকলে চোরাকারবারীরা একটি ব্যাগ নিয়ে যাওয়ার পথে বিজিবি চ্যালেজ করলে চোরাকারবারীরা একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়।
বিজিবি টহল দল ব্যাগটি উদ্ধার করে তল্লাসি চালিয়ে ৩১৬ বোতল ফেন্সিডিল ও ৩টি হরলিক্স এর প্যাকেট উদ্ধার করে।
যাহার মূল্য ১ লক্ষ ২৮ হাজার টাকা। এ বিষয়ে ফুলবাড়ী ২৯ বিজিবি’র অধিনায়ক লেঃকর্ণেল এস এম রেজাউর রহমান (পিএসসি) এর সাথে কথা বললে তিনি আটকের কথা জানান।