স্বরূপ বকসী বাচ্চু, দিনাজপুর ব্যুরো,চিলাহাটি ওয়েব : পুলিশের বিশেষ অভিযানে ১টি দেশীয় পিস্তলসহ ১ রাউন্ড গুলি, ১০টি ককটেলসহ ১ জনকে আটক করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ জানান, রোববার রাত ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ টিম বিরল পৌর শহরের মোতাপুকুর এলাকার হেলাল হোসেনের বাড়ীতে অভিযান চালিয়ে সোহেল রানা ওরফে সোহেল (২৯) নামক এক অস্ত্রধারীকে আটক করে। আটক সোহেলকে জিজ্ঞাসাবাদ করার পর তার স্বীকারোক্তি অনুযায়ী ঘর থেকে ১ রাউন্ড গুলি ও ১০টি ককটেল উদ্ধার করে। এর বিরুদ্ধে বিরল থানায় মাদক মামলা রয়েছে। এব্যাপারে বিরল থানায় অস্ত্র ও বিস্ফোরকদ্রব্য মামলা দায়ের করা হয়েছে।
সোমবার সকালে আটক সোহেলকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।