Home » » ফুলবাড়ী ২৯ বিজিবি’র ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে উদযাপন

ফুলবাড়ী ২৯ বিজিবি’র ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে উদযাপন

চিলাহাটি ওয়েব ডটকম : 02 October, 2018 | 11:18:00 PM

আফজাল হোসেন ফুলবাড়ী প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে উদযাপন করেন। আজ ২ অক্টোরব মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় ফুলবাড়ী ২৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদরদপ্তরে ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী ২০১৮ উদযাপনে প্রধান অতিথী হিসেবে উপস্থিত থেকে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উযাপন করেন দিনাজপুর ৬ আসনের জাতীয় সংসদ সদস্য ও জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সদস্য, বিশিষ্ট্য সমাজ সেবক মো: শিবলী সাদিক (এমপি)। এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দিনাজপুর বিজিবি’র সেক্টর কমান্ডার কর্ণেল মো: সোহরাব হোসেন ভুঁইয়া (পিএসসি) জি +। ফুলবাড়ী ২৯ বিজিবি’র ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলবাড়ী ২৯ বিজিবি’র অধিনায়ক লেফটেনেন্ট কর্ণেল এস এম মো: রেজাউর রহমান (পিএসসি)। বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন ২০ বিজিবি’র অধিনায়ক মেজর নাইম খন্দকার, ৪২ বিজিবি’র মেজর শহিদুল্লাহ ভুঁইয়া, দিনাজপুর র‌্যাব ১৩ কোম্পানি কমান্ডার মেজর সোহেল, দিনাজপুরের স্বপ্নপুরীর সত্ত্বাধিকারী সাবেক ইউপি চেয়ারম্যান মো: দেলোয়ার হোসেন। ফুলবাড়ী ২৯ বিজিবি’র ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে বিজিবি’র পদস্থ কর্মকর্তা, সৈনিকগন, সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, বিজিবি’র সদস্য বিরামপুর, ঘোড়াঘাট পৌরসভার চেয়ারম্যানগন, ইউপি চেয়ারম্যান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগন ও পার্বতীপুর ফুলবাড়ী বিরামপুর উপজেলার প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন। আয়োজনে ছিলেন ফুলবাড়ী ২৯ বর্ডার গার্ড ব্যাটালিয়ন। পরিশেষে ২৯ বিজিবি ফুলবাড়ী এক প্রীতি ভোজের আয়োজন করেন।