Home » » বিজিবি কর্তৃক ৪ লক্ষ ১৭ হাজার টাকার মাদকসহ বিভিন্ন পন্য আটক

বিজিবি কর্তৃক ৪ লক্ষ ১৭ হাজার টাকার মাদকসহ বিভিন্ন পন্য আটক

চিলাহাটি ওয়েব ডটকম : 27 October, 2018 | 11:16:00 PM

আফজাল হোসেন,ফুলবাড়ী প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বিজিবির আওতায় কাটলা বিশেষ ক্যাম্প এর টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৪ লক্ষ ১৭ হাজার ৩ শত ১০ টাকার মাদক সহ বিভিন্ন পন্য আটক করেন। গতকাল ২৭ শে অক্টোবর শনিবার রাত ১ টায় কাটলা বিশেষ ক্যাম্পের দায়িত্বে নিয়োজিত হাবিলদার মোঃ এনামুল হক গোপন সূত্রে সংবাদ পেয়ে মাধবপুর নদীর পাড় এলাকায় উৎপেতে থাকলে চোরাকারবারীরা বিজিবির টহল দলকে দেখে মালামাল রেখে পালিয়ে যায়। বিজিবির টহল দল মালামালগুলি উদ্ধার করে ক্যাম্পে এনে দেখেন ২৯৬৬০ টি ট্যাবলেট, ৩১৫ বোতল সিরাপ, ৫০ টি ঔষুধ জাতীয় ক্রিম । যার অনুমানিক মূল্য ৪ লক্ষ ১৭ হাজার ৩ শত ১০ টাকা। আটকের বিষয়ে ফুলবাড়ী ২৯ বিজিরি অধিনায়ক লে:কর্নেল এস এম রেজাউল রহমান (পিএসসি) এর সাথে কথা বললে তিনি জানান বিজিবির টহল দল গোপন সংবাদের ভিত্তিতে মালামাল আটক করেন। তবে তাদেরকে আটক করা সম্ভাব হয়নি।