Home » » বদরগঞ্জে অর্ধপাকা ধানক্ষেত ঝলসে দিলেন দুর্বৃত্তরা

বদরগঞ্জে অর্ধপাকা ধানক্ষেত ঝলসে দিলেন দুর্বৃত্তরা

চিলাহাটি ওয়েব ডটকম : 24 October, 2018 | 10:10:00 PM

আকাশ রহমান, বদরগঞ্জ প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : রংপুরের বদরগঞ্জে পুর্ব শত্রুতার জের ধরে প্রকাশ্য দিবালোকে জমিতে আগাছা নাশক ওষুধ ছিঁটিয়ে কৃষকের আমন ক্ষেতের ধান ঝলছে দিয়েছে দুর্বৃত্তরা। উপজেলার রাধানগর ইউনিয়নের ধোধরারপাড় গ্রামে এ ঘটনা ঘটে। এব্যাপারে ভুক্তভোগী কৃষক বাদি হয়ে বদরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। জানা যায়, ওই গ্রামের জহুল হকের ছেলে কৃষক নুরুল হুদা গ্রামের পার্শ্বে পৈত্রিক সুত্রে পাওয়া প্রায় ২০ শতাংশ জমি দীর্ঘদিন ধরে ভোগদখলসহ চাষাবাদ করে আসছেন। কিন্তু সম্প্রতিকালে একই গ্রামের ভুমিদস্যু এমদাদুল হক ও তার লোকজন ওই জমির মালিকানা দাবি করে জমি দখলের চেষ্টা করেন। এদিকে এমদাদুল হকের বৈধ কাগজপত্র না থাকায় তিনি জমি দখলের চেষ্টায় ব্যর্থ হয়ে গত শুক্রবার সকালে ভাড়াটে লোকজন লেলিয়ে দিয়ে কৃষক নুরুল হুদার আমন ধানক্ষেতে আগাছা নাশক কীটনাশক ছিটিয়ে দিলে তার অর্ধপাকা ধান (পুড়ে) ঝলসে যায় । এ সময় জমির মালিক এই ঘটনার প্রতিবাদ করলে দুর্বৃত্তরা তাকে ভয়ভীতি দেখিয়ে দমিয়ে রাখে। এ ব্যাপারে কৃষক নুরুল হুদা বাদি হয়ে এমদাদুল হকসহ ৬জনকে আসামী করে বদরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। তবে অভিযুক্ত এমদাদুল হকের সাথে মোবাইল ফোনে আলাপকালে তিনি দাম্ভিকতার সুরে বলেন, আমি সঠিক কাজটি করেছি। আমার বিরুদ্ধে তাদের কিছু করার থাকলে করুক গিয়ে। গতকাল বুধবার বদরগঞ্জ থানার ওসি আনিছুর বলেন, বাদির লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।