Home » » আটোয়ারী উপজেলা পরিষদ পাঠাগার ও হেল্পডেক্স এর শুভ উদ্বোধন

আটোয়ারী উপজেলা পরিষদ পাঠাগার ও হেল্পডেক্স এর শুভ উদ্বোধন

চিলাহাটি ওয়েব ডটকম : 18 October, 2018 | 11:29:00 PM

এ রায়হান চৌধূরী রকি, আটোয়ারী প্রতিনিধি.চিলাহাটি ওয়েব : পঞ্চগড়ের আটোয়ারীতে উপজেলা পরিষদ পাঠাগার ও উপজেলা হেল্পডেক্স এর শুভ উদ্বোধন করেন পঞ্চগড় জেলার নবাগত জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন। আটোয়ারী উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার বিকেলে শিল্পকলা একাডেমিক ভবনের সামনে উপজেলা পরিষদ পাঠাগার ও উপজেলা পরিষদের চারতলা ভবনের সামনে হেল্পডেক্স এর উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানার সভাপতিত্বে উপজেলা পরিষদের হলরুমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পঞ্চগড় জেলার নবাগত জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন। বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মোঃ আব্দুর রহমান, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মীরা রানী রায়, অন্যানের মধ্যে অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর টিএইচএ ডাঃ হুমায়ুন কবীর, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ তোবারক হোসেন, রাধানগর ইউপি চেয়ারম্যান মোঃ আবু জাহেদ, বলরামপুর ইউপি চেয়ারম্যান মোঃ সাইদুর রহমান, মির্জা গোলাম হাফিজ ডিগ্রী কলেজের অধক্ষ্য মোঃ সোলেমান আলী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নজরুল ইসলাম, মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আঃ কুদ্দুশ, বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফজলুল করিম, আটোয়ারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিল্লুর হোসেন সরকার প্রমুখ উপস্থিত থেকে বক্তব্য রাখেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধান অতিথি উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা, সীমান্ত পরিস্থিতি, জঙ্গী, সন্ত্রাস, নাশকতা, ইভটিজিং, মাদকদ্রব্য, যৌতুক ও বাল্য বিবাহ প্রতিরোধ এবং উন্নয়ন কর্মকান্ডের বাস্তবায়ন ও সম্ভাবনা সম্পর্কে এক মতবিনিময় সভায় উপস্থিত হয়ে বক্তব্য রাখেন এবং সভা শেষে উপজেলা ভুমি অফিস পরিদর্শন করেন।