Home » » বোদায় মসজিদ নির্মান কাজের উদ্বোধন

বোদায় মসজিদ নির্মান কাজের উদ্বোধন

চিলাহাটি ওয়েব ডটকম : 19 October, 2018 | 11:15:00 PM

আমির খসরু লাবলু, পঞ্চগড় ব্যুরো,চিলাহাটি ওয়েব: পঞ্চগড়ের বোদা উপজেলার ভাসাইনগর দ্বিতলা বিশিষ্ট জামে মসজিদের নির্মান কাজ শুরু হয়েছে। 
পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও পঞ্চগড় জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন গতকাল শুক্রবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মসজিদের নির্মান কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ উপলক্ষে মসজিদ চত্বরে এক সভা অনুষ্ঠিত হয়। 
রফিকুর রহমানের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বোদা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বোদা পৌর মেয়র অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান সুজা,সাধারণ সম্পাদক অধ্যাপক ফারুক আলম টবি,যুগ্ন সম্পাদক মকলেছার রহমান জিল্লুর ও বোদা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আখতার হোসেন হাসান বক্তব্য রাখেন। সরকার ও মসজিদের ফান্ড এবং মুসল্লিদের সহায়তায় প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে এই মসজিদটি নির্মান করা হবে।