Home » » দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় বাইসাইকেল চালক নিহত

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় বাইসাইকেল চালক নিহত

চিলাহাটি ওয়েব ডটকম : 15 October, 2018 | 4:50:00 PM

স্বরূপ বকসী বাচ্চু, দিনাজপুর ব্যুরো,চিলাহাটি ওয়েব : দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় বাইসাইকেল চালক নিহত হয়েছেন।
সোমবার রাত ১০টায় দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার দেবীগঞ্জ বাজার ক্যানেলের কাছে রংপুরগামী বিআরটিসির ধাক্কায় বাইসাইকেল চালক পুলক চন্দ্র দাস মানিক ঘটনাস্থলে নিহত হন। 
দশমাইল হাইওয়ে থানার ওসি মো: জি.এম শামসুর নুর জানান, নিহত মানিক নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার চৌমহনী এলাকার বকুল চন্দ্র দাসের ছেলে। এঘটনায় চিরিরবন্দর থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।