Home » » মধ্যপাড়া কঠিন শিলা প্রকল্পের নতুন এলাকায় কূপ খননের উদ্বোধন

মধ্যপাড়া কঠিন শিলা প্রকল্পের নতুন এলাকায় কূপ খননের উদ্বোধন

চিলাহাটি ওয়েব ডটকম : 16 October, 2018 | 11:34:00 PM

আফজাল হোসেন, ফুলবাড়ী প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : দেশের উত্তরাঞ্চলের একমাত্র দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মধ্যপাড়া কঠিন শিলা প্রকল্প এলাকায় নতুন কূপ খননের উদ্বোধন। গতকাল ১৫ই অক্টোবর সোমবার বিকেল সাড়ে ৪ টায় দিনাজপুরের পূর্বাঞ্চলের মধ্যপাড়ায় কঠিন শিলা প্রকল্পের নতুন কূপ খননের উদ্বোধন করেন মধ্যপাড়া কঠিন শিলা খনি প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ অবায়দুল্ল্যাহ। এ সময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কঠিন শিলা প্রকল্পের ডিজিএম (এডমিন) মোঃ রেজানুল হক শাহ, খনির ম্যানেজার একাউন্স মোঃ জাকির হোসেন, এজিএম মোঃ রাশেদুল ইসলাম সহ মধ্যপাড়া কঠিন শিলা প্রকল্পের অন্যন্য কর্মকর্তা ও কর্মচারীগন উপস্থিত ছিলেন। নতুন কূপ খননের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের মজুমদার এ্যান্টারপ্রাইজের ডিজিএম আবু হেনা মোস্তফা কামাল, জনটিবয়েট কোম্পানীর সিনিয়র ভূতত্ববিদ মিঃ ডিডি। এছাড়াও উপস্থিত ছিলেন ভারতীয় মহেশ্বরী মাইনিং প্রাইভেট কোম্পানী লিঃ এর বাংলাদেশ প্রজেক্ট ম্যানেজার অরুন কুমার দাস, একাউটেন্ট এস মন্ডল। ড্রিলিং শুরু হওয়ার পর উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রকল্পটি বাস্তবায়নে মহান আল্লাহ্তালার দরবারে দোয়া করা হয়। এসময় স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ, সুধিজনসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ বিষয়ে নতুন প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ অবায়দুল্ল্যাহ সাংবাদিক কে জানান আগামী ১ বছরের মধ্যে সমীক্ষার কাজ শেষ হলে প্রতিবেদন জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ে পাঠানো হবে। সমীক্ষার উপর নির্ভর করবে প্রকল্পটির বাস্তবায়নের কাজ।