Home » » জলঢাকায় সড়ক পরিবহন আইন বাতিলের দাবিতে শ্রমিকদের মানবন্ধন

জলঢাকায় সড়ক পরিবহন আইন বাতিলের দাবিতে শ্রমিকদের মানবন্ধন

চিলাহাটি ওয়েব ডটকম : 11 October, 2018 | 8:33:00 PM

মনিরুজ্জামান লেবু,জলঢাকা প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : সম্প্রতি জাতীয় সংসদে পাশ হওয়া সড়ক পরিবহন আইন-২০১৮ বাতিলের দাবীতে নীলফামারীর জলঢাকায় ঘন্টা ব্যাপী মানববন্ধন করেছে উপজেলার বিভিন্ন শ্রমিক সংগঠনগুলো।
 আজ বৃহস্পতিবার সকালে স্থানীয় জিরোপয়েন্ট মোড়ে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন,উপজেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ও পৌর আ"লীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ,ট্রাক টাংলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি আমিনুর রহমান,মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, শ্রমিক নেতা বীরমুক্তিযোদ্বা ইয়াছিন আলী,সালাউদ্দিন কাদের,শাহিনুর রহমান,তহিদুল ইসলাম,গোলাম মোস্তফা, মোক্তার আলী প্রমুখ।
 এ সময় শ্রমিক নের্তৃবৃন্দ সড়ক পরিবহন আইনের শ্রমিক স্বার্থ পরিপন্থী ধারা সংশোধন ও বাতিলের দাবী জানান।