Home » » দিনাজপুরে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত

দিনাজপুরে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত

চিলাহাটি ওয়েব ডটকম : 10 October, 2018 | 11:29:00 PM

স্বরূপ বকসী বাচ্চু, দিনাজপুর ব্যুরো,চিলাহাটি ওয়েব : দিনাজপুরে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। 
বুধবার বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে সকালে দিনাজপুরে সিভিল সার্জন অফিস ও বাংলাদেশ মনোবিজ্ঞান সমিতির স্থানীয় শাখার যৌথ উদ্যোগে শহরে বর্ণাঢ্য র‌্যালী বের হয়। 
র‌্যালি শেষে সিভিল সার্জন অফিস মিলনায়তনে সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. মো. আহাদ আলী, সিনিয়র কনসালটেন্ট ডা. মো. ওয়াহেদুল হক, মনোবিজ্ঞান সমিতির উপদেষ্টা আনোয়ারুল কাদির জুয়েল, প্রভাষক মো. আশরাফ আলী, প্রভাষক মো. মিজানুর রহমান, সহকারী অধ্যাপক নাসরিন আক্তার, প্রভাষক মো. মোস্তফা কামাল, মাগদালিনা সরেন এবং সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম।