Home » , » চিলাহাটিতে ২ আসামী গ্রেফতার

চিলাহাটিতে ২ আসামী গ্রেফতার

চিলাহাটি ওয়েব ডটকম Chilahati Web : 15 September, 2018 | 11:13:00 PM

আপেল বসুনীয়া,চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার চিলাহাটিতে ২ আসামীকে গ্রেফতার করছে চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্র।
আজ শনিবার সন্ধায় দক্ষিন কেতকীবাড়ীর দালানগঞ্জ গ্রামের সফিকুল ইসলামকে চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রে’র ওসি ফজলুর রহমানের নেতৃত্বে এ.এস.আই হাসিবুল ইসলাম তার সঙ্গীও ফোর্সসহ পাশ্ববর্তী গোমনাতির আরডিআরএস ব্রীজ থেকে গ্রেফতার করে। তার নামে ডোমার থানায় জমি-জমার মামলা রয়েছে। মামলা নম্বর-১২,তারিখ ১৩/০৭/২০১৮।
অপর দিকে এস.আই ইয়াছিন আলী’র নেতৃত্বে পূর্ব ভোগডাবুড়ী গ্রামের আফছার আলীর ছেলে আবু তাহেরকে চিলাহাটি চৌরাস্তা থেকে চেক জালিয়াতি মামলায় গ্রেফতার করা হয়েছে। মামলা নং মোকদ্দেমা সি-৫২/১৮। আসামীদের ডোমার থানায় প্রেরন করা হয়েছে বলে এস.আই ইয়াছিন আলী চিলাহাটি ওয়েব ডটকমকে জানায়।
শেয়ার করুন :