ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে বিপুল পরিমাণ ইয়াবা সহ বগুড়া জেলার ধুনট উপজেলার ঘটিয়া পাড়া গ্রামের মনতাজ মন্ডলের ছেলে শফিকুল ইসলাম (৩৮) ও ) চট্রগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার খাগারিয়া গ্রামের ফজলু করিমের ছেলে রমযান আলী (৩৫) নামে দুই মাদক কারবারিকে হাতে নাতে আটক করে পলাশবাড়ী থানা পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয়রা।
স্থানীয়রা জানায়, শনিবার বিকালে হাসপাতালের সামনে অপরিচিত এ দুইজনের চলাচলে সন্দেহ হওয়ায় তারা তাদের আটকিয়ে দেহ তল্লাসি করে এসময় তাদের নিকট প্রায় ৫ শত পিস ইয়াবা উদ্ধার করে । পরে উদ্ধারকৃত ইয়াবা ও আটককৃত ২ মাদককারবারিকে পলাশবাড়ী থানা পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা । থানার এস আই তয়ন কুমার,এস আই হাফিজ,এসআই আলাউদ্দিন,এ এস আই সাইফুল সহ সঙ্গীয় ফোর্স এ দুই মাদককারবারিকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।