Home » » সুন্দরগঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে এমপি শামীমের শপথ মাদককে না বলি

সুন্দরগঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে এমপি শামীমের শপথ মাদককে না বলি

চিলাহাটি ওয়েব ডটকম : 24 September, 2018 | 1:17:00 AM

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : মাদককে আমরা না বলি এবং এ ব্যাপারে জনসচেতনা বাড়াতে কাজ করি। আমাদের ছেলে-মেয়েরা কোথায় যায়, কাদের সাথে চলাফেরা করে এবং বাসায় কখন ফেরে সেদিকেও খেয়াল রাখার অনুরোধ করেন অভিভাবকদের প্রতি ২৯ গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। আজ শনিবার বিকেলে উপজেলার বাজারপাড়া মহাবিদ্যালয়ের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে উপরোক্ত কথাগুলো বলেন তিনি। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মস্থান মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে এ সংবর্ধনা দেয়া হয়। মহাবিদ্যালয় মাঠে গভর্নিং বডির সভাপতি ও জাপার রামজীবন ইউনিয়ন সভাপতি এ.টি.এম এনামুল হক মন্টুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরোও বলেন শিক্ষার্থীদের হাতে বই, খাতা ও কলমের পরিবর্তে এখন মাদক। যার কারণে প্রত্যেক বাড়িতে মাদক ঢুকে পরেছে। এখনই পদক্ষেপ না নিলে ভয়াবহ রুপ ধারন করবে এক সময়। এ সময় মাদককে না বলি বলে দু’হাত তুলে শপথ নেন এমপি। উপস্থিত সকল শিক্ষার্থীরাও তাদের দু’হাত তুলে শপথ গ্রহন করেন এবং এমপির সাথে মাদক বিরোধি যে কোন আন্দোলনে অংশ নিবেন বলেও জানান শিক্ষার্থীরা। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা দেন জাতীয় পার্টির উপজেলা সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবুল হোসেন, সহ-সভাপতি আনছার আলী সরদার, সাধারণ সম্পাদক আঃ মান্নান মন্ডল ও দপ্তর সম্পাদক রাকীব মোঃ হাদউল ইসলাম। এসময় আরোও বক্তৃতা দেন সাংসদের বড় ভাই শাহেদ কামাল পাটোয়ারী, কলেজ অধ্যক্ষ আঃ কাদের মিয়া, প্রভাষক আঃ হাই মিয়া, জাপার রামজীবন ইউনিয়ন সাধারণ সম্পাদক জমশেদ আলী সরকার, শান্তিরাম ইউনিয়ন সাধারণ সম্পাদক মশিউর রহমান পলাশ ও উপজেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি শাহ সুলতান সরকার সুজন প্রমূখ। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিকে লাঙ্গলের ক্রেস্ট দিয়ে বরণ করা হয় এবং শেষে মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।