মিজানুর রহমান,কিশোরগঞ্জ প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের পশ্চিমদলিরাম তাতীপাড়া গ্রামে গতকাল বৃস্পতিবার রাতে দুই পরিবারের ৫টি ঘর পুড়ে ছাই।
প্রত্যক্ষদশী কুরাল মিয়া জানান, পশ্চিম দলিরাম তাতী পাড়া গ্রামে তোজাম্মেলের পুত্র আতিয়ার রহমান (৭০)ও ভেলু মাহমুদের পুত্র ওয়ারেছ মিয়া (৫৫),বাড়ীর রান্ন্ ঘর থেকে আগুনে দুই পরিবারের ৫টি ঘর ৪৪জোড়া কবুতর, হাঁসমুরগী ৫০টি, ছাগল ২টি, আগুনে পুড়ে ছাই হয়।
গাড়াগ্রাম ইউপি চেয়ারম্যান মারুফ হোসেন অন্তিক ঘটনার বিষয় নিশ্চত করেন।