রংপুর অফিস,চিলাহাট ওয়েব :
রংপুর সদর উপজেলার লাহেড়ীরহাট ঈশ^রপুরের রবিউল ইসলাম নামের এক যুবক ৪০ দিন ধরে নিঁেখাজ রয়েছে।
এঘটনায় তার বড়ভাই কোতয়ালী থানায় সাধারণ ডায়েরী করেছেন।
পরিবার সুত্রে জানাগেছে, রংপুরের লাহেড়ীরহাট ঈশ^রপুরের মোয়াজ্জেম হোসেনের ছেলে রবিউল ইসলাম গত ২৮ আগষ্ট সকালে বাড়ীতে বের হয়ে বাজারে গিয়ে আর ফিরে আসেনি।
পরে পরিবারের লোকজন তাকে অনেক খোঁজাখুজি করলেও তাকে আর পাওয়া যায়নি। এভাবেই কেটে যায় ৪০দিন। পরে পরিবারের পক্ষ থেকে রংপুর কোতয়ালী থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। যাহার নং- ১৬০৮ তাং-২৮/০৮/১৮ইং। এদিকে কোন ব্যক্তি যদি নিখোঁজ রবিউলকে কোথায় দেখতে পান বা সন্ধান পেয়ে থাকেন তাহলে পরিবারেরর সাথে অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।