Home » » দিনাজপুরে জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

দিনাজপুরে জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

চিলাহাটি ওয়েব ডটকম : 06 September, 2018 | 11:01:00 PM

স্বরূপ বকসী বাচ্চু, দিনাজপুর ব্যুরো,চিলাহাটি ওয়েব : দিনাজপুরে জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে “শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ” শ্লোগানকে সামনে রেখে জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ উপলক্ষে দিনাজপুর শহরে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানী (নেসকো) লিমিটেডের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী শহর প্রদক্ষিণ করে। জেলা প্রশাসক কার্যালয় চত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ড. মোহাম্মদ শহিদ হোসেন চৌধুরী, নেসকো লিমিটেডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পরিচালন ও সংরক্ষন সার্কেল) প্রকৌশলী মোঃ খাইরুল আমিন, নির্বাহী প্রকৌশলী (বিক্রয় ও বিতরণ বিভাগ-১) প্রকৌশলী মোঃ হাসনাত জামান, নির্বাহী প্রকৌশলী (বিক্রয় ও বিতরণ বিভাগ-২) প্রকৌশলী মোঃ রুবেল আহাম্মেদ, আঞ্চলিক হিসাব দপ্তরের উপ-পরিচালক (হিসাব) মোঃ রনি আলম প্রমুখ।