মাজহারুল ইসলাম লিটন,ডিমলা প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : নীলফামারীর ডিমলায় মঙ্গলবার রাতে কিটনাশক খেয়ে এক স্কুল ছাত্রী আত্বহত্যা করেছে।
সে গয়াবাড়ী ইউনিয়নের পশ্চিম খড়িবাড়ী গ্রামের আবু বক্কর সিদ্দিকের কন্যা ও পশ্চিম খড়িবাড়ী দ্বিমুখি উচ্চ কিদ্যালয়ের ১০ম শ্রেনীর ছাত্রী বিউটি আক্তার(১৫)। প্রেম ঘটিত কারনে বিউটি আক্তারের মা সোনাজান মঙ্গলবার সন্ধায় বিউটিকে গালমন্দ করে তার ব্যবহৃত(প্রেমিকের উপহার দেয়া) মোবাইল ফোনটি ভেঙ্গে ফেলে। এতে ওই ছাত্রিটি মায়ের সাথে অভিমান করে কিটনাশক পান করলে। তাকে মুমর্ষ অবস্থায় ডিমলা হাসপাতালে ভর্তি করা হলে রাত ৩ টায় তার মৃত্যু হয়। বুধবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ডিমলা থানার ওসি মফিজ উদ্দিন শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে জেলার মর্গে প্রেরন করা হয়েছে।