Home » » পার্বতীপুরে জাতীয় বিদ্যুৎ ও জ্বালানী সপ্তাহ উদ্বোধন

পার্বতীপুরে জাতীয় বিদ্যুৎ ও জ্বালানী সপ্তাহ উদ্বোধন

চিলাহাটি ওয়েব ডটকম : 06 September, 2018 | 6:53:00 PM

বদরুদ্দোজা বুলু,পার্বতীপুর প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : “শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ” এই শ্লোগানকে সামনে রেখে পার্বতীপুরে র‌্যালী, আলোচনা সভা, ফিতা কেটে ও পায়রা উড়িয়ে জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ-২০১৮ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের এতটি প্রতিষ্ঠান “নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানী (নেসকো) লিমিটেড” পার্বতীপুর এর আয়োজনে আজ ৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ৯ টায় পার্বতীপুর উপজেলা বিদ্যুৎ অফিস চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে অফিস চত্বরে ফিতা কেটে ও পায়রা উড়িয়ে জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ উদ্বোধন করেন প্রধান অতিথি পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার রেহানুল হক। এর আগে প্রধান অতিথি আলোচনসভায় সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, বিদ্যুৎ ব্যবহারে আমাদের সকলকে সচেতন হতে হবে। এসময় উপস্থিত ছিলেন পার্বতীপুর আবাসিক প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোস্তাকিম সরকার,উপ-সহকারী প্রকৌশলী উজ্জল হোসেনসহ সংশ্লিষ্ট বিভাগের সকল কর্মকর্তা ও কর্মচারীগণ।