Home » » রাজধানী দেশের বিভিন্ন স্থানে ভূ-কম্পন

রাজধানী দেশের বিভিন্ন স্থানে ভূ-কম্পন

চিলাহাটি ওয়েব ডটকম : 12 September, 2018 | 11:55:00 PM

চিলাহাটি ওয়েব ডেস্ক : আজ বুধবার  সকাল ১০টা ৫৫ মিনিটে রাজধানীসহ দেশের বিভিস্থানে বূ-কম্পন অনুভুত হয়েছে। 
এসময় মানুষজন রাস্তায় আতংকে ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। দেশের আবহাওয়া অফিস সূত্র জানায় এ ভূকম্পনের উৎপত্তিস্থান ছিলে ভারতের আসামে।
এর স্থায়ীত্বকাল ছিল প্রায় ৫ সেকেন্ড। রিকটার স্কেলে ছিল ৫ দশমিক ৩ মাত্রা। 
আমাদের প্রতিনিধি জানিয়েছেন কোথাও কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।