মাজহারুল ইসলাম লিটন,ডিমলা প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : নীলফামারীর ডিমলায় সাপের কামড়ে কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।
রোববার রাতে উপজেলার বালাপাড়া ইউনিয়নের রুপাহারা(খালপাড়া)গ্রামে সাপের কামড়ে জাহিদুল ইসলাম(১৬) নামের এক কলেজ ছাত্রের মুত্যু হয়েছে। জাহিদুল ওই গ্রামের মফিজলের পুত্র এবং ডিমলা বিএমআই কলেজের একাদশ শ্রেণির ছাত্র। সাপের কামড়ে অসুস্থ জাহিদুলকে প্রথমে ডিমলা হাসপাতালে ভর্তি করা হলে তার অবস্থার অবনতি ঘটে। পওে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্খানত্বরিত করা হয়। রংপুওে যাওয়ার পথে জাহিদুলের মৃত্যু হয়।
বালাপাড়া ইউনিয়নিয় পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম ভুঁইয়া সাপের কামড়ে জাহিদুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।