আজম রেহমান,ঠাকরগাঁও ব্যুরো,চিলাহাটি ওয়েব : ঠাকুরগাঁও প্রতিনিধি : “সংবিধান অনুযায়ি রাষ্ট্রের মালিক জনসাধারণ, তাই তাদেরকে তথ্য দিতে প্রশাসন বাধ্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে পালিত হলো আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস।
দিবসটি উপলক্ষ্যে শুক্রবার সকাল ১১টায় একটি র্যালি জেলা প্রশাসন চত্বর থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে আবার একই স্থানে শেষ হয়। এরপর জেলা প্রশাসক সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর কুতুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ আখতারুজ্জামান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) আমিনুল ইসলাম,অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট শীলাব্রত কর্মকার,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, ঠাকুরগাঁও প্রেসক্লাব সহ-সভাপতি জাকির মোস্তাফিজ মিলু, ডিডি পাসপোর্ট রুস্তম আলী, জেলা শিুশু বিষয়ক কর্মকর্তা জাবেদ আলী, আবু মহিউদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মী, এনজিও প্রতিনিধি , সুশীল সমাজ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।