Home » » ডোমারের ২ যুবকের লাশ উদ্ধার : আটক- ২

ডোমারের ২ যুবকের লাশ উদ্ধার : আটক- ২

চিলাহাটি ওয়েব ডটকম : 28 September, 2018 | 5:07:00 PM

আপেল বসুনীয়া,চিলাহাটি ওয়েব : নীলফামারীর ডোমারের দুই যুবকের গলাকাটা ও রশিতে ঝুলানো লাশ আজ বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁও হতে উদ্ধার করেছে পুলিশ।
নিহত দুজন হলেন নীলফামারীর ডোমার জোড়াবাড়ির এরশাদুল ইসলামের ছেলে মিনারুল ইসলাম ওরফে মিনু (২৮) ও একই উপজেলার বামুনিয়ার দুলু মিয়ার ছেলে মজনু মিয়া (৩০)।
এদের মধ্যে মিনারুলের গলা কাটা ছিল এবং মজনু রশিতে ঝুলানো ছিল। মজনুর গলাসহ শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মঙ্গলবার রাতে দুই বন্ধু সোনারগাওঁয়ে সোনাপুর কলাবাগান এলাকার হাসিনা বেগমের বাড়িতে বেড়াতে গিয়েছিল। এ বাড়িতে ভাড়া থাকেন তাদের আত্মীয় ও বন্ধু ডোমার উপজেলার উত্তর গোমনাতী গ্রামের ইয়াছিন মিয়ার ছেলে বাদশা মিয়া।
সোনারগাঁও থানা সূত্রে জানা যায়, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাদশা ও ওই বাড়ির আরেক ভাড়াটিয়া লাইলি বেগমকে আটক করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেয়া হচ্ছে, ঘটনার পর থেকে বাড়ির মালিক হারেস মিয়া ও হাসনা বেগম পলাতক রয়েছেন।