মাজহারুল ইসলাম লিটন,ডিমলা প্রতিনিধি,চিলাহাটি ওয়েব ; নীলফামারীর ডিমলায় ৫ম শ্রেনীর এক শিশুকে ধর্ষনের চেষ্টার অভিযোগ। প্রতিবাদ করায় ৫জনকে পিটিয়ে গুরুত্বর আহত। আহতদের ডিমলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার রাতে উপজেলার নাউতারা ঝাড়পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর ছাত্রী (১০)কে একই এলাকার মৃত আমির আলীর ছেলে কামাল হোসেন(৩৫) শিশুটির বাড়ীতে কেউ না থাকার সুযোগে বাড়ীতে শিশুটিকে একা পেয়ে ধর্ষনের চেষ্টা করে। এ সময় শিশুটি শরীরে বিভিন্ন স্থানে আঘাত করায় তার আত্বচিৎকারে এলাকার লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে। এ সময় ধর্ষনকারীসহ তার লোকজন রুনা আক্তারসহ তার মাতা অমিলা(৩৫), বোন রুমা আক্তার(২০), খালা লিপি আক্তার(৩৭) ও ভাই আশরাফুল(১২) কে পিটিয়ে গুরুত্বর জখম করে পালিয়ে যায়। এলাকাবাসী আহতদের উদ্ধার করে ডিমলা হাসপাতালে ভর্তি করান।
বৃহষ্পতিবার শিশুটির মা বাদী হয়ে কামাল হোসেনসহ ৫জনকে আসামী করে ডিমলা থানায় অভিযোগ দায়ের করেছে।