Home » » সীমাহীন ভালোবাসা

সীমাহীন ভালোবাসা

চিলাহাটি ওয়েব ডটকম : 20 September, 2018 | 1:15:00 AM


॥ নীলিমা শামীম ॥ 

এখনো কেউ কেউ আছে যে মন খুজে বেড়ায়,
মনের মুল্য দেয় তবু, বিনিময় চায়না কভু
মনে হয় খুব প্রিয়জনের কাছেই মনের কোন মুল্য নেই।
এই শোন, সংগীত খুব ভালো রাখে মনকে
সূর্য ডোবার পালায় এ রাতে সব হবে যে ব্যাস্ত
গোধুলীরো রঙে হবে রজনী এ ধরনী নিরোস্ত!
এ-মা তুমিতো বেশ, তো সূর্য ওঠার সময় --
আজতো সা,রে,গা,মা দিয়েই প্রেম শুরু!
গোধুলী লগ্নে এসে ছুয়েছ কানন তারপর-----
কাব্য খানি শেষ করবো এক অসাধারণ রাতে
জোনাকির সুরে সুরে গান খানি তুমি সাধবে,
আমাদের যৌবনে প্রেমের অনুরোদন কম্পন আজ শুনি
এ গানে গানে সুরে সুরে বাজে হৃদয়ে হৃদয়ে প্রতিধ্বনি
আজ চলোনা দুজনার প্রেমের রঙধনু গুনি সুরশুনি!
দূর রাখোতো --কত দিন পরে এলে একটু শুনাও শুনো
জানি আজ সবাই খুব ব্যস্ত ভালোবেসে হলাম ন্যাস্ত
পাশে বসে সহমর্মিতা সহানুভূতি মূহুর্তে বসে যিনি
দুজনে দুজনের দিকে অপলক চোখে চোখ রেখে মানি!
 বলি প্রেমের পুরোনো দিনের স্মৃতি চারন গুলি
 ফেলে আসা যৌবনের গান শুনে আমি কেদেছিলাম
সেই ক্ষন গুলি আজ মনের পাতায় লেখা কাব্যকবিতায়!
 শুধু একটা মনের প্রয়োজন ছিল আর কিচ্ছু নয়
বিশ্বাস করো, এই মনটাই সব চেয়েছিল নীলিমা নয়!
তোমার অভূতপূর্ব সাড়াজাগানো লেখাটি পড়ে মুগ্ধ আঁখি
 তোমার গন্তব্যে পৌঁছাতে সাহায্য করেনি নিসর্গ জগৎবাসি৷৷