॥ মাহফুজা অনন্যা ॥
স্টিরিয়োতে রবীন্দ্রসংগীত বেজে চলে বেগতিক অবহেলায়,
তোমার কন্ঠস্বর যাদু করে রেখেছে আমার ইন্দ্রিয়জগৎ
গানের বদলে হৃদয়ে বাজে বেহাগ,সুরের মূর্ছনায় তোমার কথার কারুকাজ
তুমি পাশে ছিলে যখন তখনও আমি কোনোদিন উদয় শংকরের বিখ্যাত গুঞ্জরন শুনতে চাইনি...
আজ তুমি পাশে নেই
ঢেউতোলা বাতাসে বোগেনভিলিয়ার মন খারাপের প্রহর
চড়ুই, দুর্গাটুনটুনিরা মনমরা হয়ে বসে থাকে,
এভিনিউ জুড়ে খয়েরী শালিক উধাও
খানাখন্দে সঞ্চিত বৃষ্টির পানিতে আনন্দস্নান নাই
আকাশের সীমায় জমেছে অজস্র মেঘের নিঃস্ব প্যাগোডা
কুলিঙ্গিগুলো ধোঁয়াশাচ্ছন্ন রিফিউজির মতো ছন্নছাড়া উড়ছে...
তোমাকে হারিয়ে কবিতার উপকূলে জেগেছে চর
বিলুপ্তপ্রায় পঙতির আহাজারি প্রপাত দিনরাত
হৃদয়ের তরঙ্গে থেমে গেছে সিম্ফনি
বৃষ্টির ডোরবেল বাজেনা সেলফোনের রিদমে...