Home » » পার্বতীপুরে বিএনপি’র ৪০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

পার্বতীপুরে বিএনপি’র ৪০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

চিলাহাটি ওয়েব ডটকম : 01 September, 2018 | 11:30:00 PM

বদরুদ্দোজা বুলু,পার্বতীপুর প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : পার্বতীপুরে নানা বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিএনপি’র ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ শনিবার পালিত হয়েছে। এসব আয়োজনের মধ্যে ছিল দলীয় কার্যালয়ে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, দোয়া মাহফিল, আলোচনা সভা। বিকেলে দোয়া মাহফিল শেষে এক দলীয় কার্যালয়ের সামনে পৌর বিএনরি সভাপতি আতিয়ার রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য, দিনাজপুর জেলা বিএনপি’র আহবায়ক ও পার্বতীপুর উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব এজেডএম রেজওয়ানুল হক। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক জালাল উদ্দিন আহমেদ,উপজেলার ৭ নং ইউপি বিএনপির সভাপতি মিজানুর রহমান মিজান, রেল শ্রমিকদলের কেন্দ্রীয় নেতা আব্দুল মাজেদ, পৌর বিএনপির সদস্য বাবলু, উপজেলা যুবদলের সভাপতি মাহফিজুল ইসলাম মাসুম ও উপজেলা ছাত্রদলের সভাপতি জোবায়ের হোসেন বাবু। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও মহিলা দলের নেত্রী সাহিদা খাতুন সাহিসহ উপজেলা শ্রমিকদল, কৃষকদল, ওলামাদল, তাঁতিদল, মহিলাদল, যুবদল ও ছাত্রদল সহ অন্যান্য অংগসংগঠনের নেতাকর্মীরা।