Home » » নবাবগঞ্জে জামায়াতের আমিরসহ আটক-১১

নবাবগঞ্জে জামায়াতের আমিরসহ আটক-১১

চিলাহাটি ওয়েব ডটকম : 17 September, 2018 | 11:40:00 PM

দিনাজপুর প্রতিনিধি, চিলাহাটি ওয়েব : দিনাজপুরের নবাবগঞ্জে জামায়াতের আমির সহ ১১ জনকে আটক করেছে থানা পুলিশ।
 থানা সুত্রে জানা গেছে- গত রবিবার রাতে উপজেলার কুড়াহার গ্রামে উপজেলা জামায়াতের আমির মোঃ আবুল কাসেমের বাড়ীতে নাকশকতার পরিকল্পনা করা কালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে জামায়াতের আমির সহ ১১ জনকে আটক করে।
 এ সময় সেখান থেকে ৬টি ককটেল উদ্ধার করে পুলিশ। 
থানার অফিসার ইনচার্জ সুব্রুত কুমার সরকার জানান- আটককৃতের বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় নাশকতার পরিকল্পনা করার অপরাধে মামলা দায়ের হয়েছে। আটকৃতদের জেল হাজতে প্রেরন করা হয়েছে।