Home » » চিরিরবন্দরে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং উদ্বোধন

চিরিরবন্দরে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং উদ্বোধন

চিলাহাটি ওয়েব ডটকম : 16 September, 2018 | 11:49:00 PM

দেলোয়ার হোসেন বাদশা,চিরিরবন্দর প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর এজেন্ট ব্যাংকিং কেন্দ্র রোববার সকালে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ঘুঘুরাতলী মোড়ে উদ্বোধন করা হয়। ইসলামী ব্যাংক হেড অব কর্পোরেট ইনভেষ্টমেন্ট ডিভিশন-১ এর ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মাদ কায়সার আলী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আইয়ুবুর রহমান শাহ্ এর সভাপতিত্বে উদ্ধোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিরিরবন্দর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আফতাব উদ্দিন মোল্লা, আব্দুলপুর ইউপি চেয়ারম্যান ময়েনউদ্দিন শাহ্, অধ্যক্ষ আলহাজ্ব ইউসুফ আলী। স্বাগত বক্তব্য দেন দিনাজপুর ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান মুহাম্মাদ শাহাজাহান ও শুভেচ্ছা বক্তব্য রাখেন এজেন্ট ব্যাংকিং এর প্রোপাইটার অধ্যাপক আকরাম আলী। এ সময় উপজেলা আওয়ামীলীগের সদস্য মোজাম্মেল হক সরকার রোমান, এজেন্ট ব্যাংকিং এর স্থানীয় উদ্যোগতা মঞ্জুর আলী শাহ্, ডাঃ আবু বক্কর শাহ্, মাওলানা আলতাফ হোসাইন উপস্থিত ছিলেন।