Home » » ঢোলভাঙ্গায় ফেয়ার প্রাইসের ৩০ কেজি ওজনের ৫১৬ বস্তা চাল আটক

ঢোলভাঙ্গায় ফেয়ার প্রাইসের ৩০ কেজি ওজনের ৫১৬ বস্তা চাল আটক

চিলাহাটি ওয়েব ডটকম : 11 September, 2018 | 11:33:00 PM

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার খোর্দকোমরপুরে ইউনিয়নের ফেয়ার প্রাইস ন্যায্য মুল্যের ৩০ কেজি ওজনের ৫১৬ বস্তা চাল অন্য ব্যবসায়ির ঘর হতে আটক করেছে পুলিশ। উপজেলার খোর্দকোমরপুর ইউনিয়নের জানিপুর ঢোলভাঙ্গা বাজারে ফেয়ার প্রাইস চাল বিক্রেতা ডিলার মাহফুজার রহমান তালুকদারে বরাদ্দ প্রাপ্ত চাল উপজেলা নির্বাহী অফিসার (ভারঃ) ও সহকারি কমিশনার এর উপস্থিতে অন্য আলাদা দুই ব্যবসায়ি ঘর হতে আটক করেছে পুলিশ। পরে এসব চাল সুষ্ট ভাবে বিতরনের অঙ্গিকার নিয়ে ফেয়ার প্রাইস চাল বিক্রেতা ডিলার মাহফুজার রহমান তালুকদারের নিকট বুঝে দেওয়া হয়। এসময় থানা ওসি (তদন্ত ) এরশাদ সহ সঙ্গীয় ফোর্সসহ স্থানীয় ব্যক্তিবর্গ ও সাংবাদিকগণ এসময় উপস্থিত ছিলেন ।