Home » » ঠাকুরগাঁওয়ে মাদক বিরোধী শোভাযাত্রা ও সমাবেশ

ঠাকুরগাঁওয়ে মাদক বিরোধী শোভাযাত্রা ও সমাবেশ

চিলাহাটি ওয়েব ডটকম : 07 August, 2018 | 11:25:00 PM

আজম রেহমান,ঠাকুরগাঁও ব্যুরো,চিলাহাটি ওয়েব : ঠাকুরগাঁওয়ে মাদক বিরোধী শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার একতা প্রতিবন্ধী উন্নয়ন স্কুল ও পূনর্বাসন কেন্দ্র এর আয়োজনে প্রতিষ্ঠানটির চত্বরে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠান চত্বর থেকে একটি মাদক বিরোধী শোভাযাাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সেখানে মাদক, সন্ত্রাস ও বাল্য বিবাহ প্রতিরোধে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রায়পুর ইউপির ১নং ওর্য়াড আ. লীগ সভাপতি মো. কলিমউদ্দীন। অনুষ্ঠানে রায়পুর ইউপি চেয়ারম্যান নূরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন একতা প্রতিবন্ধী উন্নয়ন স্কুল ও পূনর্বাসন কেন্দ্র এর পরিচালক আমিরুল ইসালাম, শিক্ষক শাহাজান আলী, রেজাউল হক, সৃষ্টি রানী, শাহানাজ পারভীন প্রমুখ। বক্তারা মাদক, সন্ত্রাস, বাল্য বিবাহ প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ হবার আহবান জানান। এই সময় স্থানীয় গণ্যমান্য বক্তিরা উপস্থিত ছিলেন।