Home » » পার্বতীপুরে জমি নিয়ে সংঘর্ষে নিহত-১

পার্বতীপুরে জমি নিয়ে সংঘর্ষে নিহত-১

চিলাহাটি ওয়েব ডটকম : 06 August, 2018 | 11:21:00 PM

বদরুদ্দোজা বুলু, পার্বতীপুর প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : পার্বতীপুরে জমি নিয়ে সংঘর্ষে মোঃ আল-আমীন (৩৬) নামে এক জন নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছেন আরও ৮জন। আল-আমীন উপজেলার হাবড়া ইউনিয়নের শংকরপুর গ্রামের ডা; সাখাওয়াত হোসেনের ছেলে। রবিবার রাত ৮টায় পার্বতীপুর ফুলের ঘাট বাজারে জমি নিয়ে সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, পার্বতীপুর হাবড়া উইপি’র শংক্করপুর এলাকার জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধের জের চলে আসছিল। রবিবার রাত ৮টায় শংকরপুর গ্রামের আকতারল ইসলাম এবং আব্দুল ওয়াদুদের লোকজনের মধ্যে সঘর্ষ বাঁধে। সংঘর্ষে আল-আমিন, কাশেম মাস্টারসহ উভয়পক্ষের ৮জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় আল-আমিনকে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ১০টায় মারা যান আল আমিন। পার্বতীপুর মডেল থানার ওসি মোঃ হাবিবুল হক প্রধান সংঘর্ষে একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।