Home » » ঠাকুরগাওয়ে সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত, চালক আটক

ঠাকুরগাওয়ে সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত, চালক আটক

চিলাহাটি ওয়েব ডটকম : 06 August, 2018 | 12:39:00 AM

আজম রেহমান,ঠাকুরগাঁও ব্যুরো,চিলাহাটি ওয়েব : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ব্যাটারিচালিত অটোরিক্সার ধাক্কায় এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে অটোরিক্সার চালককে আটক করেছেন। রাণীশংকৈল থানার ওসি মো. আব্দুল মান্নান বলেন, শনিবার সকাল পৌনে ১১টার দিকে উপজেলার ধর্মগড় ইউনিয়নের ধুমপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত জব্বার আলী (৪০) রাণীশংকৈল উপজেলার চেকপোস্ট গ্রামের আলহাজ্ব সুজার উদ্দীনের ছেলে এবং সে হরিপুর উপজেলার বনগাঁও দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক। প্রত্যক্ষদর্শীর বলেন, শনিবার সকালে শিক্ষক জব্বার আলী মাদ্রাসায় যাওয়ার জন্য মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়। পথে ধুমপুর গ্রামে পৌঁছলে একটি ব্যাটারিচালিত অটোরিক্সার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় মোটরসাইকেলটির । এতে ঘটনাস্থলেই শিক্ষক জব্বার আলী মারা যায়। স্থানীয়রা অটোরিক্সাটিকে আটক করে রাখে এবং চালক পালিয়ে যায়। ওসি মান্নান বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থল থেকে অটোরিক্সা ও অভিযান চালিয়ে চালক ফারাজুল ইসলামকে (২৫) আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।