Home » » শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন পুলিশ কর্মকর্তারা

শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন পুলিশ কর্মকর্তারা

চিলাহাটি ওয়েব ডটকম : 05 August, 2018 | 11:51:00 PM

আজম রেহমান,ঠাকুরগাঁও ব্যুরো,চিলাহাটি ওয়েব : রাজধানীতে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার প্রতিবাদে এবং ৯ দফা দাবিতে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসুচি পালন করেছে শিক্ষার্থীরা। 
শনিবার দুপুর ১২ টায় ঠাকুরগাঁওয়ের চৌরাস্তা মোড়ে শিক্ষার্থীরা এ মানববন্ধন কর্মসূচি ও বিক্ষোভ পালন করেন শিক্ষার্থীরা। 
ঘন্টাব্যাপী এই মানবন্ধনে অবস্থান নেয় প্রায় শতাধিক শিক্ষার্থীরা। এসময় কোমলমতি শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানিয়ে তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান ঠাকুরগাঁও সদর থানা পুলিশের কর্মকর্তারা।
 পরে মানববন্ধন শেষে শান্তিপূর্ন ভাবে শিক্ষার্থীরা ঘরে ফিরে যায়।