Home » » অপহৃত স্কুল ছাত্রীতে গোবিন্দগঞ্জ থেকে উদ্ধার : আটক-১

অপহৃত স্কুল ছাত্রীতে গোবিন্দগঞ্জ থেকে উদ্ধার : আটক-১

চিলাহাটি ওয়েব ডটকম : 03 August, 2018 | 10:23:00 PM

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : গাইবান্ধার তুলশি ঘাট এলাকার মেয়ে এস এসসি পরীক্ষার্থীকে প্রেমের ফাঁদে ফেলে ২৮/৭/১৮ তারিখ অপহরন করে শামিমসহ ৪/৫জন যুবক।
এঘটনায় থানায় এজাহার দায়ের হলে পুলিশ অভিযান চালিয়ে বৃহস্পতিবার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের ফাঁসিতলা এলাকা থেকে স্কুল ছাত্রীকে উদ্ধার করে পুলিশ।
এঘটনায় আটক করা হয় শামীম নামে এক যুবককে। আটককৃত শামীম পলাশবাড়ী উপজেলার কুমেদপুর গ্রামের লুৎফারের ছেলে।
অপহৃত জানায়,তাকে অপহরনের পর থেকে ৩দিনে একাধিকবার ধর্ষন করে আটক কৃত যুবক।এ ঘটনায় মামলা দায়ের হয়েছে।