Home » » কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে নবম শ্রেণির ছাত্রের মৃত্যু

কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে নবম শ্রেণির ছাত্রের মৃত্যু

চিলাহাটি ওয়েব ডটকম : 30 August, 2018 | 11:12:00 PM

মিজানুর রহমান কিশোরগঞ্জ প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : কিশোরগঞ্জ নীলফামারীর উপজেলার গাড়াগ্রাম বুল্লাই পাড়া গ্রামের লেবু মিয়ার ছেলে ও রনচন্ডী স্কুল এন্ড কলেজের নবম শ্নেণীর ছাত্র আববাস উদ্দিন বৃহস্পতিবার দুপুরে বিদ্যু স্পৃষ্টে মারা যায়। 
মৃত্যের পারিবারিক সূত্র জানায়, আববাস উদ্দিন বৃহস্পতিবার দুপুরে তার শয়ন ঘরে গিয়ে ফ্যানের সুইচ অন করতে গেলে বিদ্যু স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়। 
সে রনচন্ডী স্কুল এন্ড কলেজের নবম শ্নেণীর ছাত্র বলে জানাগেছে। গাড়াগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মারুফ হোসেন অন্তিক ঘটনার বিষয় নিশ্চিত করেন।