স্বরূপ বকসী বাচ্চু, দিনাজপুর ব্যুরো,চিলাহাটি ওয়েব : ৪ দিনেও দিনাজপুর পৌর এলাকার অধিকাংশ কোরবানীর বর্জ্য অপসারণ করা হয়নি।
ঈদের ৪ দিন অতিবাহিত হওয়ার পরেও শনিবার দিনাজপুর পৌরএলাকার অধিকাংশ কোরবানীর বর্জ্য অপসারণ করা হয়নি।
বর্জ্য না সরানোর ফলে দুর্গন্ধ ও পরিবেশ মারাত্মকভাবে নষ্টের অভিযোগ করে পৌর এলাকার বাসিন্দারা জানান, বার বার বলা সত্বেও পৌর কর্তৃপক্ষ কোরবানীর বর্জ্য সরানোর ব্যাপারে কোন উদ্যোগ নেয়নি।
এব্যাপারে পরিস্কার পরিচ্ছন্নতা বিভাগের কর্মীদের সাথে যোগাযোগ করা হলে তারা জনবল স্বল্পতার পাশাপাশি গাড়ীর অভাব উল্লেখ করে বলেন, সে জন্য বর্জ্য সরাতে সময় লাগছে।
৪ দিনেও বর্জ্য অপসারিত না হওয়ায় শহর জুড়ে এক অস্বস্তিকর ও অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে।