॥ সারোয়ার আলম ॥
জন্মেছিলে বলেই তবে বাংলা মুক্ত হয়,
ফিরে এসো পুনর্জন্মে মুজিব তোমার জয়।
বঙ্গমাতার শ্রেষ্ঠ সন্তান মুজিব তোমার নাম,
তোমার কৃপায় বুঝে গেলাম স্বাধীনতার দাম।
পূব দিগন্তে সূর্যের উঁকি সবুজ শ্যামল মাঠে
রক্ত লালে উড়ছে নিশান বাংলার পথে ঘাটে।
ভোরের স্নিগ্ধ শিশির কণা যেন তোমার হাসি,
তোমার চোখে বাংলা মা'কে আজো ভালোবাসি।
চেতনারি মহা পুরুষ জাতির জনক, হায়,
সেই তুমি আজ ঘুমিয়ে আছো টুঙ্গিপাড়া গাঁয়।
ক্ষণজন্মা মুজিব তুমি বারেক ফিরে চাও
হুঙ্কার ছেড়ে প্রলয়ঙ্কর ভাষণ আবার দাও।
সোনার বাংলার সোনার ছেলে হয় যে বিপথগামী
কালো টাকার পাহাড় গড়ে হাকছে গাড়ি দামী।
ব্যাংক ডাকাতি কয়লা চুরি হচ্ছে ভুরিভুরি,
লুটেরাদের তাণ্ডব দেখে দোসর মারছে তুড়ি।
তুমি হীনা ক্ষয়ে যাচ্ছে মানবতার রেশ,
শুন্যতা আজ কুরে খাচ্ছে বিপন্ন এই দেশ।
ফিরে এসো বাংলার তরে তোমায় আবার চাই
মুক্তিকামী মুজিব সেনা গড়তে হবে তাই।