॥ আবু বক্কর সিদ্দিক ॥
তোমার কথা মনে পড়ে
ওহে জাতির জনক,
দিয়ে গেছো বাংলা মোদের
দুর করে ঘাতক।
তোমার চোখের ইশারা আজ
বাংলা শিরে যাচ্ছে,
তোমার ভাষন আঙুলের চাপ
মুছতে কেউ না পারছে।
তোমার হাসি আজও সবার
হৃদয়ে রয় জেগে
যখন তুমি হায়নাদের ঐ
বলেছিলে রেগে।
তোমার ভাষণ আজ বাঙালী
সর্ব স্থানে বাজে,
তোমার হাসু উন্নতির পথ
ধরে লেগেছে কাজে।
তোমার বজ্রবাণী আজও
শুনতে চায় শ্রোতা,
আজও বাঙালী মনে রাখে
তোমার কর্মের কথা।
কে বল সে তোমার উপর
আঙুল উঁচু করে,
সে যেনো গো সারা জীবন
উষ্ঠা খেয়ে মরে।
বাঙালী আজ আবার ফিরে
সংগ্রাম পেতে চায়,
তোমার ভাষণ দ্বিতীয় যে
হওয়া জনক দায়।
তোমার জন্ম টুঙ্গিপারায়
শেখ পরিবারের ছেলে,
খোদার দাতা এমন জনক
মোদের কপালে মেলে।
বায়ান্নতে ভাষা নিয়ে
একাত্তরে দেশ,
তোমার সুনাম বলতে আমার
ভালো লাগে বেশ।
বাংলা দিয়ে পঁচাত্তরে
প্রানটা দিলে তুমি,
দেশটা সহ ফিরে পেলাম
নিজের মাতৃভূমি।
হৃদয়ে আজ শুধু জনক
মনে তোমার কথা,
সব বাঙালীর মনে সদা
মুজিব তুমার শূন্যতা।