॥ নীতুল ইয়াছমিন ॥
গভীর শোক,শ্রদ্ধা,ভালোবাসায় বেঁচে রবে চিরদিন-
শেখ মুজিবুর রহমান যুগে যুগে তুমি ছিলে সঠিক,
দীর্ঘ নিশ্বাসে বিশ্বাসে তুমি প্রিয় নেতা।
বাংলার কৃষক,জেলে,দিন ভিখারি অসহায় মানবকে-
দিয়েছিলে পাশে থেকে বাঁচার প্রেরণা!
তাদের বুকে আগুন জ্বলে চোখে পড়েছে ছানি-
তোমায় হারানোর ব্যাথায় নিত্য আহাজারি!
যারা তোমায় করলো হত্যা ধিক্কার জানাই করি তব ঘৃণা।