Home » » দৈনিক মানব বার্তার ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

দৈনিক মানব বার্তার ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

চিলাহাটি ওয়েব ডটকম : 11 August, 2018 | 12:46:00 AM

বদরুদ্দােজা বুলু, পার্বতীপুর প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : দিনাজপুরের পার্বতীপুরে উত্তরবঙ্গের বহুল প্রচারিত দৈনিক মানব বার্তা পত্রিকার ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ১৬ তম বর্ষে পদার্পন উপলক্ষে র‌্যালী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার বেলা ১১টায় একটি বর্ণাঢ্য র‌্যালী পার্বতীপুর পৌর শহরের প্রধান কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর কমিউিনিটি সেন্টারে গিয়ে শেষ হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক মানব বার্তার প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব এজেডএম রেজওয়ানুল হক। আলোচনা সভায় সভাপতিত্ব করেন পত্রিকাটির বার্তা সম্পাদক অধ্যাপক ফয়জুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, নির্বাহী সম্পাদক মাহফুজুল ইসলাম রিপন ও সমকাল পত্রিকার পার্বতীপুর প্রতিনিধি মাহমুদুর রহমানসহ আরো অনেকে। এসময় উপস্থিত ছিলেন সহকারী বার্তা সম্পাদক বদরুদ্দোজা বুলু, কবি লায়লা আরজুমান সুইটি, সমাজকর্মী শাহনিয়াজ আখতার প্রমুখ। সেখানে আলোচনা সভা শেষে কেক কাটেন অনুষ্ঠানের প্রধান অতিথি সম্পাদক মন্ডলীর সভাপতি আলহাজ্ব এজেডএম রেজওয়ানুল হক। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এখন কাথায় কথায় তথ্য প্রযুক্তি আইন সাংবাদিকদের উপর প্রয়োগ করা হচ্ছ। যা একটি গণতান্ত্রিক দেশে কাম্য নয় বলে তিনি মনে করেন। পত্রিকার প্রতিনিধিদের দল মতের উর্ধে থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার আহবান জানান তিনি। মাহফুজ মাস্টারের সঞ্চাললে অনুষ্ঠানে বর্ষ সেরা জেলা ও উপজেলা প্রতিনিধি ও কবিদের মাঝে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি। সব শেষে পার্বতীপুর মিডিয়া কর্ণার শিল্পী পরিষদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।