Home » » দিনাজপুরে বেগম জিয়ার মুক্তির দাবীতে বিএনপির অনশন পালিত

দিনাজপুরে বেগম জিয়ার মুক্তির দাবীতে বিএনপির অনশন পালিত

চিলাহাটি ওয়েব ডটকম : 09 July, 2018 | 11:02:00 PM

স্বরূপ বকসী বাচ্চু, দিনাজপুর ব্যুরো,চিলাহাটি ওয়েব : বেগম খালেদা জিয়ার অবিলম্বে মুক্তি ও সুচিকিৎসার দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সোমবার দিনাজপুরে বিএনপির নেতাকর্মীরা পুলিশী প্রহরায় দলীয় কার্যালয়ে প্রতীক অনশন কর্মসূচী পালন করেছেন।
 সোমবার দিনাজপুর শহরের জেল রোডস্থ জেলা বিএনপির কার্যালয়ে দলীয় প্রধান বেগম খালেদা জিয়ার অবিলম্বে মুক্তি ও সুচিকিৎসার দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে দুপুর ১২টা থেকে ঘন্টাব্যাপী প্রতীক অনশন কর্মসূচীতে অংশ নেন দলীয় নেতাকর্মীরা। 
এসময় বিপুল সংখ্যক পুলিশ দলীয় কার্যালয় ঘিরে রাখেন। জেলা বিএনপির আহ্বায়ক রেজওয়ানুল হক, পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, বিএনপি নেতা এ্যাডঃ আনিসুর রহমান চৌধুরী, খালেকুজ্জামান বাবু, হাসানুজ্জামান উজ্জ্বল ও আখতারুজ্জামান জুয়েল নেতৃবৃন্দ অনশনে অংশ নেন।