Home » » কিশোরগঞ্জে সরকারী রাস্তার গাছ কর্তন

কিশোরগঞ্জে সরকারী রাস্তার গাছ কর্তন

চিলাহাটি ওয়েব ডটকম : 30 July, 2018 | 11:25:00 PM

মিজানুর রহমান কিশোরগঞ্জ প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : নীলফামারীর কিশোরগঞ্জে উপজেলার সরকারী রাস্তার ১টি বট গাছসহ ৬টি ইউক্যালিপটাসের গাছ কর্তন করেছে বাফলা গ্রামের আনিছুর রহমান। রবিবার বিকেলে ইউনিয়ন তহশিলদার কর্তনকৃত একটি বট গাছ আটক করেছে। অবিলের বাজার হতে কৈমারী যাওয়া রাস্তার কর্তনকৃত গাছ ৬টির মূল্য প্রায় এক লক্ষ টাকা। জানা যায়, রণচন্ডী ইউনিয়নের বাফলা গ্রামের খোকা মিয়ার পুত্র আনিছুর রহমান ক’দিন পূর্বে ওই রাস্তার ৫টি ইউক্যালিপটাস গাছ গোপনে কর্তন করেন। রবিবার বিকেলে একই স্থানের একটি বটগাছ কর্তন করে নিয়ে যাওয়ার সময় ইউনিয়ন তহশিলদার কর্তনকৃত গাছটি আটক করেন। রাস্তার গাছ কর্তনকারী আনিছুর রহমানের স্ত্রী ও ভাই দাবি করেন, রাস্তা সংলগ্ন কর্তনকৃত গাছগুলো তাদের জমির উপরে ছিল। ওই ইউনিয়নের তহশিলদার আবতাব আলী জানান, ইউএনও স্যারের নির্দেশে কর্তনকৃত বট গাছটি আটক করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।