Home » » এগিয়ে যাও যুবক, এগিয়ে যাবে দেশ-বিষয়ে কমিউনিটি এ্যাকশন ডে অনুষ্ঠিত

এগিয়ে যাও যুবক, এগিয়ে যাবে দেশ-বিষয়ে কমিউনিটি এ্যাকশন ডে অনুষ্ঠিত

চিলাহাটি ওয়েব ডটকম : 22 July, 2018 | 12:03:00 AM

বদরুদ্দোজা বুলু, পার্বতীপুর প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : সামাজিক সমস্যা সমাধান ও যুবকদের চালিকা শক্তি উন্নয়ন বিষয়ক আইসিএস প্রজেক্ট ও কাম টু ওয়ার্ক (সিটিডাব্লিউ) যৌথ আয়োজনে “এগিয়ে যাও যুবক, এগিয়ে যাবে দেশ” বিষয়ে কমিউনিটি এ্যাকশন ডে অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার বিকেলে পার্বতীপুর উপজেলার মন্মথপুর কো-অপারেটিভ হাই স্কুল সংলগ্ন মাঠে ভিএসও বাংলাদেশ ও আইসিএস প্রজেক্ট কাম টু ওয়ার্কের উদ্যোগে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার রেহানুল হক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কাম টু ওয়ার্কের প্রতিনিধি মোকারম হোসেন মানিক। মন্মথপুর কো-অপারেটিভ হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুর রশিদ প্রমুখ। এর আগে ভিএসও বাংলাদেশ ও আইসিএস প্রজেক্ট এর প্রতিনিধিগণেরা উপস্থিত দর্শকের সাথে পরিচিত হন।