Home » » পার্বতীপুরে বাল্য বিবাহ প্রতিরোধ ও স্বাস্থ্য অধিকার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

পার্বতীপুরে বাল্য বিবাহ প্রতিরোধ ও স্বাস্থ্য অধিকার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

চিলাহাটি ওয়েব ডটকম : 17 July, 2018 | 12:58:00 AM

বদরুদ্দোজা বুলু, পার্বতীপুর প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : সামাজিক সমস্যা সমাধান ও যুবকদের চালিকা শক্তি উন্নয়ন বিষয়ক আইসিএস প্রজেক্ট ও কাম টু ওয়ার্ক (সিটিডাব্লিউ) থেকে প্রশিক্ষণ প্রাপ্ত উপজেলার দ্যাগলাগঞ্জের মহিলা ইয়ুথ ক্লাবের সদস্য শানিয়াজ বেগমের ব্যক্তিগত উদ্যোগে “বাল্য বিবাহ প্রতিরোধ, যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার” বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়। 
গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার সময় পার্বতীপুর উপজেলার রাজাবাসর এলাকার লিভিং স্টোন স্কুলে অনুষ্ঠিত হয়। এসময় শিশুদের “বাল্য বিবাহ, যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার” বিষয়ে সচেনতামূলক আলোকপাত করেন মহিলা ইয়ুথ ক্লাবের সদস্য শানিয়াজ বেগম। 
এসময় সংক্ষিপ্ত কথা বলেন লিভিং স্টোন স্কুলের পরিচালক বিমল রায়, অধ্যক্ষ পারুল রায় ও মায়া নুর।এসময় ভিএসও বাংলাদেশ ও আইসিএস প্রজেক্ট কাম টু ওয়ার্কের প্রতিনিধি উপস্থিত ছিলেন।