Home » » বদরগঞ্জে নদী থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার

বদরগঞ্জে নদী থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার

চিলাহাটি ওয়েব ডটকম : 12 July, 2018 | 11:17:00 PM

আকাশ রহমান,বদরগঞ্জ প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : রংপুরের বদরগঞ্জে যমুনেশ^রি নদী থেকে আল-আমিন (১৪) নামে এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়। আজ বৃহস্পতিবার(১২জুলাই) বিকেলে পৌরশহরের যমুনেশ^রি নদীর মুন্সিপাড়া বাঁধের ঘাট এলাকা থেকে রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করে। এলাকাবাসি ও ফায়ার সার্ভিস সুত্রে জানা যায়, ঘটনার দিন দুপুরে পৌরশহরের বালুয়াভাটা মহল্লার গালামাল ব্যবসায়ি আবু হানিফের বড় ছেলে বদরগঞ্জ ওয়ারেছিয়া মাদরাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী আল-আমিন মুন্সিপাড়া মহল্লায় নানার বাড়িতে বেড়াতে যায়। সেখানে গিয়ে সহপাঠিদের সাথে নদীতে গোসল করতে গিয়ে পানির নিচে তলিয়ে যায়। খবর পেয়ে বদরগঞ্জ ও রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরিরা ঘটনাস্থলে এসে আড়াই ঘন্টা ধরে পানির নিচে অভিযান চালিয়ে তার লাশ উদ্ধার করে। আল-আমিনের নানা আনিছুর রহমান কান্নাজড়িত কণ্ঠে বলেন, আল-আমিন সাঁতার জানত না এ কারণে সে নদীতে নামার সঙ্গে সঙ্গে পানির গভীরে তলিয়ে যায়। আমার নাতিকে হারিয়ে আমরা সবাই শোকাহত। রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দলের লিডার শফিকুল ইসলাম জানান, নিখোঁজের আড়াই ঘন্টা পর আমরা আল-আমিনের লাশ উদ্ধার করতে সক্ষম হয়েছি। বদরগঞ্জ থানার ওসি আনিছুর রহমান জানান, ঘটনাটি শোনার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।