Home » » পার্বতীপুরে পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার

পার্বতীপুরে পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার

চিলাহাটি ওয়েব ডটকম : 08 June, 2018 | 8:00:00 PM

বদরুদ্দোজা বুলু,পার্বতীপুর প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : ছয় থেকে সাত বছর বয়সের শিশু শিহাব গোসল করতে গিয়ে মারা গেছে নাকি তাকে হত্যা করা হয়েছে। এনিয়ে জল্পনা কল্পনা চলছে। ময়না তদন্তের রিপোর্টেই এ জল্পনা কল্পনার অবসান ঘটাতে পারে বলে অনেকেই মন্তব্য করেছেন। দিনাজপুরের পার্বতীপুরে পুকুর থেকে শেখ শিহাব (৬) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিহাব পৌরসভাধীন পাওয়ার হাউজ কলোনী এলাকার শেখ জাহাঙ্গীর আলমের পুত্র। এলাকাবাসী সুত্রে জানা যায়, শিহাব ওই পুকুরে তার বন্ধুদের সাথে গোসল করতে যায়। তার অনেক কয়েকজন বন্ধু সাঁতার জানতো না। শিহাবারে পারিবারিক সূত্র জানায়, গত বৃহস্পতিবার দুপুর ২টা থেকে শিশু শিহাব নিখোঁজ ছিলো। অনেক খোঁজাখুজি করে তাকে না পেয়ে অবশেষে রাতে এলাকায় মাইকিং করে তার পরিবার। আজ শুক্রবার সকালে পাওয়ার হাউজ কলোনীর রেলওয়ে কবর স্থানের উত্তর পার্শ্বে পুকুরে শিশু শিহাবকে ভেসে থাকতে দেখে এলাকাবাসী। পরে খবর পেয়ে পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশ সকাল ৭টায় ঘটনা স্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এসময় তার ডান চোখে ও বুকে আঘাতের চিহ্ন দেখা পায় পুলিশ। এটি পরিকল্পিত হত্যা কিনা প্রশ্নের জবাবে পার্বতীপুর রেলওয়ে থানার উপ-পরিদর্শক আঃ ছাত্তার প্রতিনিধিকে জানায়, এই মুহুর্তে বলা যাচ্ছে না তদন্ত সাপেক্ষে জানা যাবে। এ ব্যাপারে পার্বতীপুর রেলওয়ে থানায় মামলা হয়েছে।